
প্রধানমন্ত্রীকে ‘সালাম’ দিতে পারলেই খুশি থাকব : মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ
ঢাকা, ২৪ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):
জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে এসে টানা ৬ দিনের অক্লান্ত পরিশ্রমের ৭ দিনের অবকাশে ভার্জিনিয়ায় গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কের স্থানীয় সময় গত শুক্রবার দুপুর ১২টার দিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ায় গিয়ে পৌঁছান তিনি।
নিউ ইয়র্ক থেকে এবার সড়কপথেই যাত্রা করেন প্রধানমন্ত্রী।জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন নিউ ইয়র্কে তাঁকে বিদায় জানান। প্রধানমন্ত্রী ভার্জিনিয়ায় তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায় উঠেছেন। দেশে ফেরার আগ পর্যন্ত তিনি ছেলের বাসায় অবকাশ কাটাবেন। এই সময়ে ওয়াশিংটন ও ভার্জিনিয়ায় প্রধানমন্ত্রীর আপাতত আর কোনো কর্মসূচি নেই বলে জানা গেছে।
মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের একাধিক নেতা ও কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায় অবকাশকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় কিংবা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর সঙ্গেই দেখা করবেন না। কারণ গত ১৭ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি টানা ৬ দিন জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সভায় যোগ দিয়েছেন। ফলে এখন তিনি একান্তই নিরিবিলি অবকাশ কাটাতে চান।
আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন।
তিনি ভার্জিনিয়ায় ছেলের বাসায় একান্ত ঘরোয়াভাবেই জন্মদিন পালন করবেন। ওই দিন মেট্টো ওয়াশিংটন, ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ড আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা ছিল প্রধানমন্ত্রীর। অনির্ধারিত সংক্ষিপ্ত এ সৌজন্য সাক্ষাতের কর্মসূচি নিয়ে নানা সংশয় দেখা দিয়েছে। দলীয় নেতাকর্মীদের সাক্ষাতের সময় দিতে পারছেন না প্রধানমন্ত্রী এ খবর পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন মেট্টো ওয়াশিংটন, ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ড আওয়ামী লীগ নেতাকর্মীরা।তাঁরা মনে করছেন শুধু সালাম দেওয়ার সময় পেলেও নেতাকর্মীদের মনে স্বস্তি ফিরে পাবে। তাতেই আমরা আনন্দিত হব এবং খুশি থাকব।
আগামী ২৯ সেপ্টেম্বর দেশের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। তিনি লন্ডন হয়ে ২ অক্টোবর দেশে পৌঁছবেন। শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭২তম অধিবেশনে যোগদানের জন্য গত ১৭ সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছেন। ২১ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন।