জেলার সংবাদ

কুলাউড়ায় হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু

ঢাকা, ২৪ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনছড়া বিটে রসগোল্লা নামে এক হাতির আক্রমণে শনিবার গনি মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

একই হাতি ২০ দিন আগেও ৩ সেপ্টেম্বর রাতে জুড়ী উপজেলার পুটিছড়ার বাসিন্দা মঙ্গল খাড়িয়া নামে এক চা শ্রমিককে হত্যা করে।

হাতিটির মালিক জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঈনউদ্দিন মইজন।

পর পর দুটি মানুষকে মারার পর কুলাউড়া ও জুড়ী উপজেলায় মানুষের মাঝে হাতি রসগোল্লা আতংক বিরাজ করছে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, শনিবার সকাল আনুমানিক সকাল ১০টার দিকে মনছড়া বস্তির বাসিন্দা মৃত সিরাজ মিয়ার ছেলে গনি মিয়ার ওপর আক্রমণ চালায় হাতি রসগোল্লা।

এতে ঘটনাস্থলেই গনি মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কুলাউড়া থানার ওসি মো. শামীম মুসা জানান, হাতিটি শুঁড় দিয়ে পেঁচিয়ে গনি মিয়াকে আছাড় মেরেছে বলে সুরতহাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম জানান, একটা হাতি একাধিক মানুষকে হত্যা করবে। বিষয়টি মেনে নেয়া যায় না। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button