জাতীয়

দেশে ফিরেছেন প্রধান বিচারপতি

ঢাকা, ২৪ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):

দেশে ফিরেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। শনিবার রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

প্রধান বিচারপতির একান্ত সচিব অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ আনিসুর রহমান জানান, জাপানে অনুষ্ঠিত এশীয় প্রশান্ত মহাসাগরীয় রাষ্ট্রগুলোর প্রধান বিচারপতিদের সম্মেলনে সঙ্গে যোগদান শেষে শনিবার দেশে ফিরেছেন প্রধান বিচারপতি।

এর আগে গত ৮ সেপ্টেম্বর ব্যক্তিগত সফরে তিনি কানাডা যান। এরপর কানাডা থেকে ১৭ সেপ্টেম্বর জাপান যান তিনি। ১৮ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত টোকিওতে অনুষ্ঠিত সম্মেলনে অংশগ্রহণ করনে প্রধান বিচারপতি।

সফরে তার সঙ্গে ছিলেন স্ত্রী সুষমা সিনহা ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. জাকির হোসেন।

Show More

আরো সংবাদ...

Back to top button