জেলার সংবাদ

৪ লাখ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক আটক

ঢাকা, ২৪ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৪ লাখ ৩৫ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শনিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে টেকনাফের নাফ নদী এলাকা থেকে একটি নৌকাসহ দুই নাগরিককে আটক করা হয়। আটককৃতরা হলেন- মিয়ানমারের আকিয়াব জেলার মংগদুর মাংগালার বাসিন্দা মো. কামাল আহম্মদ (৪৫) ও মো. ইলিয়াস (৩০)।

টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরিফুল ইসলাম জমাদ্দার জানান, রাতে নাফ নদীতে নৌকা নিয়ে পালানোর সময় বিজিবির টহল দল দুইজনকে আটক করে।

পরে তাদের কাছ থেকে ইয়াবাভর্তি দুটি বস্তায়  রাখা ৪ লাখ ৩৫ হাজার ইয়াবা জব্দ করা হয়। ওই ইয়াবার আনুমানিক দাম ১৩ কোটি ৪৭ লাখ টাকা।

আটক দুইজনকে থানা পুলিশে সোপর্দ করে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান মেজর শরিফুল।

Show More

আরো সংবাদ...

Back to top button