খেলাধুলা

রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে আসতে সাকিবের আহ্বান

ঢাকা, ২৪ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবেই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে এ আহ্বান জানান তিনি। ইউনিসেফ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুকে পেজে এক ভিডিও বার্তায় এভাবেই আহ্বান জানান সাকিব, ‘আমি এখন রোহিঙ্গা ক্যাম্পে আছি। ইউনিসেফের সাথে এসেছি। আমি পুরো জায়গাটা ঘুরে দেখেছি তাদের দুর্বিষহ জীবন-যাপনের অবস্থা। আমি চাই আপনারা সবাই সাহায্য করুন।’
তিনি বলেন, ‘আমি জানি বিভিন্ন দেশ থেকে সাহায্য আসছে এবং বাংলাদেশও সর্বোচ্চ চেষ্টা করছে। তারপরেও তাদের আরও অনেক সাহায্য প্রয়োজন। যেহেতু এখানে বাচ্চা এবং নারীর সংখ্যা অনেক বেশি। তাই আমি নিশ্চিত যে আপনারা সাহায্য করবেন।’
গত ২৪ আগস্ট মিয়ানমারের আরকান রাজ্যে পুলিশপোস্টে হামলার পর দেশটির সেনাবাহিনীর অভিযানে এ পর্যন্ত চার লাখের বেশি শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছেন। এই অভিযানে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ এটাকে ‘জাতিগত নিধন’ প্রক্রিয়া বলছে। বিশ্বনেতাদের অনেকে এই অভিযানকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন।
Show More

আরো সংবাদ...

Back to top button