
বরিশালে দুর্গাপূজার আকর্ষণ জলে ভাসা মণ্ডপ
ঢাকা, ২৫ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):
এবারে শারদীয়া দুর্গাপূজায় বরিশালে আকর্ষনের কেন্দ্রবিন্দু হয়ে দাড়িয়েছে নগরীর কালিবাড়ি রোডে পুকুরে ভাসমান পূজা মণ্ডপ।
দেবী দুর্গাকে পুকুরে ভাসমান অবস্থায় মণ্ডপ তৈরি করে স্থাপন করার কাজ ইতিমধ্যে প্রায় শেষ হয়েছে। আর এভাবেই ভাসমান পূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজনকারী পাষানময়ী কালিমাতার মন্দির কর্তৃপক্ষ।
মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি বিশ্বনাথ দাস বিশু জানান, ‘২০৫ বছরের পুরোনো কালী মাতার এই মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে ৫৪ বছর ধরে। আগে মন্দিরের মধ্যেই আয়োজন করা হত দুর্গাপূজা। তবে বিগত ৫ বছর যাবৎ ভক্তদের আকর্ষণ এবং আলাদা কিছু সৃষ্টির জন্য পুকুরের মধ্যে মণ্ডপ স্থাপন করে মায়ের আরাধনা করা হচ্ছে।’
সরেজমিনে গিয়ে দেখা যায়, পুকুরের মধ্যে স্থাপন করা মণ্ডপটি তৈরি হয়েছে ঢাক ও ঢোলের আকৃতি দিয়ে। বিশালাকার এ মণ্ডপটি স্থাপনে ৪ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন বিশ্বনাথ দাস।
তিনি আরও বলেন, ‘এই মণ্ডপ তৈরিতে ৮ শতাধিক বাঁশের প্রয়োজন হয়েছে। কাপড় সংগ্রহ করতে হয়েছে ঢাকা থেকে। বরিশালের মণ্ডপ নির্মাণকারীরা অনীহা জানালে ফরিদপুর থেকে কারিগর এনে তৈরি করানো হয়েছে এই মণ্ডপ।’
এদিকে বরিশালের এই মণ্ডপটি আকর্ষণ কুঁড়ালেও পিছিয়ে নেই ফলপট্টির মহানগর পূজা মণ্ডপ, শংকর মঠ এবং জগন্নাথ মন্দিরের তোরণ।
এর মধ্যে মহানগর পূজা মণ্ডপে প্রবেশ পথে তৈরি করা হয়েছে বিশাল আকৃতির এক নৌকা।
শংকর মঠে নগরীর সব থেকে বড় তোরণ নির্মানের পাশাপাশি এখানে আয়োজন করা হয়েছে পাঁচ দিনব্যাপী মেলার। জগন্নাথ মন্দিরের প্রবেশ মুখে তৈরি করা তোরণও আকর্ষণ জোগাবে বলে মতামত আয়োজকদের।