প্রবাসের খবর

মিয়ানমারের গণহত্যা বন্ধের দাবিতে বোস্টনে মুসলমানদের বিক্ষোভ

ঢাকা, ২৫ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর চালানো নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে সর্বদেশীয় মুসলমান নাগরিকদের এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় গত শনিবার দুপুরে বোস্টনের স্টেট হাউজের সামনে অনুষ্ঠিত উক্ত বিক্ষোভে ম্যাসাচুসেটসসহ পার্শ্ববর্তী কয়েকটি অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলমান নাগরিকরা অংশ নেয়।

অবিলম্বে রোহিঙ্গা গণহত্যা বন্ধ করার হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা অং সান সু চির নোবেল পুরস্কার বাতিল ও আন্তর্জাতিক আদালতে তার বিচার দাবি জানান।

এ সময় বক্তারা বলেন, রোহিঙ্গারা মায়ানমারেরই নাগরিক, তাদেরকে বাঁচাতে দেশ ও বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে। মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনাসহ যুক্তরাষ্ট্রের স্ব স্ব এলাকায় সিনেটর ও কংগ্রেসম্যানদের কাজে বার্তা প্রেরণ এবং সামাজিক গণমাধ্যমে তৎপর থাকার জন্য সকলকে অনুরোধ জানান হয়।

এদিকে রোহিঙ্গাদের নির্যাতন নিপীড়ন বন্ধে মানববন্ধন আয়োজন করায় এতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মুসলমানদের সাধুবাদ জানিয়েছেন আয়োজক স্থানীয় সিটি কাউন্সিলর নাদীম মিজান, ড. মাওদুদুর রহমান ও হুমায়ুন মোর্শেদ।

আসিমা সিলভা’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিটি কাউন্সিলর নাদীম মিজান, ড. মাওদুদুর রহমান, বিআইসিএম’র সা. সম্পাদক হুমায়ুন মোর্শেদ, যুক্তরাষ্ট্রস্থ বার্মা টাস্ক ফোর্সের পরিচালক ইমাম আব্দুল্লাহ, রেডিও উপস্থাপিকা আসিমা সিলভা, জাহির আদাল ও কেয়ার এর কর্মি নাজিয়া আশরাফুল প্রমুখ।

এ ছাড়াও সৈয়দ নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার মোহা. গনি, আসিফ বাবু, আজাদ খান, তানভির নেওয়াজ, জামিল এফ সায়েম, সিরাজুম মনির, শফিকুল ইসলাম ও গোলাম মোস্তফা বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অংশ নেন।

সমাবেশে নেতৃত্ব প্রদানকারী বাংলাদেশি সংগঠনেগুলো হল বাংলাদেশ ইসলামিক সেন্টার অব ম্যাসাচুসেটস (বিআইসিএম), বিজনি, মুনা ও বিডিপনা।

সমাবেশে বক্তারা উল্লেখ করেন, নিজ দেশের নাগরিক রোহিঙ্গাদের গণহত্যা করে মিয়ানমারের সেনাবাহিনী মানবাধিকার সর্বোচ্চ লংঘন করছে। তাদের বিচারের সম্মুখিন করা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রধান দায়িত্ব হয়ে পড়েছে।

অবিলম্বে এ গণহত্যা বন্ধ করে নিরাপদে রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নেওয়ার দাবি জানান তারা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

Show More

আরো সংবাদ...

Back to top button