
জেলার সংবাদ
ধুনটে বিদ্যুৎপৃষ্টে অটোভ্যান চালকের মৃত্যু
ঢাকা, ২৫ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):
বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আজিবর রহমান (৩৮) নামে ব্যাটারি চালিত এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। নিহত আজিবর রহমান সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরকাদহ গ্রামের মোজাম্মেল হকের ছেলে। সোমবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আজিবর রহমান ব্যাটারি চালিত অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। অন্যান্য দিনের মতো ধুনট বাজারে একটি গ্যারেজে অটোভ্যানের ব্যাটারি চার্জের জন্য বৈদ্যুতিক সংযোগ দেন।
সোমবার সকালের দিকে জীবিকার তাগিদে অটোভ্যান চালানোর উদ্দেশ্যে বিদ্যুৎ সংযোগ থেকে ব্যাটারি খোলার সময় বিদ্যুৎস্পর্শে অচেতন হয়ে পড়েন আজিবর।
এ সময় তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আজিবর রহমানকে মৃত ঘোষণা করেন। ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার নুরুল আমিন এ তথ্য নিশ্চিত করেন।