
এই খাবার এখন কে খাবে?
ঢাকা, ২৫ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):
তোরা না খেয়ে ক্যান চলে গেলি। আমার এই খাবার এখন কে খাবে,কার জন্য আমি ভাত তরকারি রাঁধলাম ’।
পানিতে ডুবে মারা যাওয়া দুই মেয়ের মৃত্যুতে মা আছিয়া খাতুনের এই বিলাপে সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী ভোমরার বাতাস যেনো স্তব্ধ হয়ে গেছে। গ্রামের মানুষের চোখের জলও মিশে গেছে আছিয়ার কান্নার সঙ্গে।
দিনমজুর রবিউলের বাড়ি সব সময় আনন্দে মাতিয়ে রাখতো তার দুই মেয়ে রিমা (৪) ও ইমা (৩)। ভাগ্যের নির্মম পরিহাসে তার দুই মেয়ে একই সঙ্গে জড়াজড়ি করতে করতে পুকুরে পড়ে মারা গেছে।
রোববার বেলা ১১ টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
দিনমজুর বাবা রবিউল ইসলাম জানান, ওদের মা ভাত রাঁধছিল। আর ওরা উঠোনে খেলছিল। খেলতে খেলতে তারা পাশের খালেক গাজির পুকুরে পড়ে যায়। তাদের না পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে তাদের লাশ ভাসতে দেখা গেল ওই পুকুরে।
তিনি জানান, এ সময় তিনি মাঠে কাজে ছিলেন। খবর পেয়ে বাড়ি আসেন তিনি।
সাতক্ষীরা সদর থানার এসআই মো. হুমায়ুন কবির বলেন আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। নির্দেশনা পেয়ে ময়না তদন্ত ছাড়াই তাদের দাফন করার অনুমতি দিয়েছি।