
আন্তর্জতিক প্রতারক চক্রের দুই সদস্য আটক
ঢাকা, ২৫ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):
লিবিয়ায় আটকে রেখে প্রবাসীদের নির্যাতন করতো একটি চক্র। পরে স্বজনদের কাছে সেই নির্যাতনের ছবি পাঠিয়ে মুক্তিপণ আদায় করা হতো।
এমন একটি চক্রের স্থানীয় দুই সদস্যকে আজ সোমবার ভোরে ব্রাক্ষ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে চাঁদপুরের গোয়েন্দা পুলিশ।
দুপুরে আটককৃতদের জেলা পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করা হয়।
আটককৃতরা হলেন আন্তর্জাতিক প্রতারক চক্রের সদস্য, লিবিয়ায় অবস্থানকারী ব্রাক্ষ্মণবাড়িয়া শহরের সিনাইল এলাকার আলমগীর হোসেনের স্ত্রী জোৎস্না বেগম ও আনোয়ার হোসেন।
চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার জানান, আটককৃতরা আন্তর্জাতিক প্রতারক চক্রের স্থানীয় সদস্য। লিবিয়ায় প্রবাসীদের ধরে নিয়ে নির্যাতন করা হতো। পরে নির্যাতনের সেই ছবি পরিবারের সদস্যদের কাছে পাঠিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া হতো।
এ ধরনের ঘটনার শিকার চাঁদপুর শহরের মারুফ হোসেন। গত বছর ধরে তাকে সেখানে প্রতিনিয়ত নির্যাতন করা হতো আর বিনিময়ে মোটা অংকের টাকা আদায় করতো চক্রটির স্থানীয় সদস্য জোৎস্না এবং আনোয়ার।
এ ঘটনায় মারুফের ভাই বাদী হয়ে মামলা করলে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ওদের আটক করে।
আজ সোমবার আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।