খেলাধুলা

পর্নতারকাকে মারধরে ওয়ার্নের বিরুদ্ধে প্রমাণ মেলেনি

ঢাকা, ২৫ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):

ভ্যালেরি ফক্স (৩০) নামের এক নারী পর্নতারকা অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্নের বিরুদ্ধে মারধরের যে অভিযোগ এনেছিলেন তার প্রমাণ মেলেনি। তবে সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ এই কিংবদন্তি ক্রিকেটারকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছে।
ইংল্যান্ডের গণমাধ্যমে এমন খবর দেখে রীতিমতো মর্মাহত হন শেন ওয়ার্ন। পরে নিজেকে নির্দোষ দাবি করে সোমবার টুইটারে জানান, ‘আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগের খবর দেখে আমি বিস্মিত। আমি পুলিশকে এ অভিযোগ তদন্ত করার জন্য সাহায্য করেছি। ফলে তারা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও সাক্ষীর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিল। তদন্তের পর পুলিশ আমাকে জানিয়েছে আমি এ অভিযোগ থেকে মুক্ত এবং আমার বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেয়া হবে না। ব্যাপারটি এখানেই শেষ।’
এর আগে অভিযোগ বিষয়ে টুইটারে ভ্যালেরি লিখেন, ‘না, আমি মিথ্যে বলছি না। তুমি বিখ্যাত বলেই একজন নারীর গায়ে হাত তুলে পার পেয়ে যেতে পারো না।’ সঙ্গে তিনি একটি পুলিশের তদন্ত কার্ডের ছবিও পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে, ভ্যালেরির অভিযোগে ওয়েস্ট মিনিস্টার ব্যুরো কমান্ড এ ব্যাপারে তদন্তে নেমেছে।
Show More

আরো সংবাদ...

Back to top button