জেলার সংবাদ

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

ঢাকা, ২৬ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মিরাজ হাসান টেনি (৩০) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় উদ্ধার করা হয় ১টি বিদেশি পিস্তুল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড পিস্তুলের গুলি।

আজ মঙ্গলবার ভোররাত পৌনে ৪টার দিকে উপজেলার পিপুলবাড়িয়া-বালিয়াডাঙ্গা মাঠের মধ্যে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশে দৌলতপুর-কাতলামারী সড়কের পিপুলবাড়িয়া-বালিয়াডাঙ্গা মাঠের মধ্যে একদল সন্ত্রাসীর অবস্থানের সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশের গাড়িকে লক্ষ্য করে গুলি চালায়। জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে ‘বন্দুকযুদ্ধের’ এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে সন্ত্রাসী টেনি বলে শনাক্ত করে।

এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি দারা খান জানান, নিহত সন্ত্রাসী টেনি উপজেলার আড়িয়া ইউয়িনের ছাতারপাড়া গ্রামের আলম মন্ডলের ছেলে এবং তার বিরুদ্ধে থানায় হত্যাসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।

 

Show More

আরো সংবাদ...

Back to top button