
জেলার সংবাদ
ঝালকাঠিতে ইলিশ রক্ষায় জেলা প্রশাসনের নানা উদ্যোগ
ঢাকা, ২৬ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):
ইলিশ রক্ষায় ঝালকাঠি জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ নানা উদ্যোগ গ্রহণ করেছে। আগামী ১ অক্টোবর থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময় জেলেদের জাল ও নৌকা একটি নির্দিষ্ট স্থানে রাখা হবে। নৌকার মালিকদের তালিকা করে নম্বর লিখে দেয়া হবে। যাতে করে নদীতে নৌকা জব্দ করলে সহজেই জেলের নাম জানা যায়।
সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইলিশ রক্ষায় করণীয় এক সভায় এ উদ্যোগ গ্রহণ করা হয়। জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিষ কুমার মল্লিক, প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, মৎস্যজীবী সমিতির সভাপতি আবদুল বারেক।