খেলাধুলা

তুমি কি নিজেকে মেসি মনে কর

ঢাকা, ২৬ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):

রেকর্ড মূল্যে বার্সেলোনা থেকে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) পাড়ি জমানোর পর ড্রেসিংরুমে প্রথম দিনেই বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। পিএসজির উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি তাকে প্রশ্ন করেন, ‘তুমি কি নিজেকে লিওনেল মেসি মনে কর?’
হয়তো সেদিনের প্রশ্নটা তখন নেইমার আমলে নেননি। কিন্তু কাভানির সঙ্গে সম্প্রতি পেনাল্টি কিক নিয়ে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে পুরনো বিষয়ও সামনে আসছে। স্পেনের গণমাধ্যম এল-পেইস এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে।
রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সা থেকে পিএসজিতে পাড়ি জমানো নেইমারকে কি তবে প্রথম দিন থেকেই ভাল চোখে নেননি কাভানি? লিয়নের বিপক্ষে খেলায় পেনাল্টি নেওয়া থেকে নেইমারকে বিরতি রাখার পর সেই প্রশ্নও আসছে সামনে। কাভানি ফরাসি ক্লাবটিতে ইতোমধ্যেই চার মৌসুম পার করেছেন। সেই কাভানিকে এক মিলিয়ন পাউন্ডের বিনিময়ে পেনাল্টির দায়িত্ব নেইমারকে দেওয়ার প্রস্তাব করেছিল পিএসজি। তবে তা গ্রহণ করেননি উরুগুইয়ান স্ট্রাইকার।
Show More

আরো সংবাদ...

Back to top button