শিক্ষা

ঢাবিতে ‘অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম স্বর্ণপদক’ প্রবর্তন

ঢাকা, ২৬ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ম্যানেজমেন্ট বিভাগে ‘অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম ট্রাস্ট ফান্ড’ প্রতিষ্ঠা করা হয়েছে। এই ট্রাস্ট ফান্ড থেকে প্রতিবছর ম্যানেজমেন্ট বিভাগের বিবিএ পরীক্ষায় চূড়ান্তভাবে সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত একজন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হবে।
স্বর্ণপদক প্রবর্তনের লক্ষ্যে বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম সোমবার ১০ লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের কাছে হস্তান্তর করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।
উপাচার্য দফতরে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আলী আক্কাস, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান প্রমুখ।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান স্বর্ণপদক প্রবর্তনে আর্থিক অনুদানের জন্য দাতাকে ধন্যবাদ জানান।
Show More

আরো সংবাদ...

Back to top button