
হিলি সীমান্ত দিয়ে পাচারকালে দুই শিশু উদ্ধার
ঢাকা, ২৬ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):
হিলি সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে আনা দুই শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাদের অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, গতকাল সোমবার রাত ১০টায় পাচারকারীরা একটি সাদা মাইক্রোবাসে করে ঢাকা থেকে হিলি চেকপোস্টের জিরো পয়েন্টের কাছে আসে। ওই মাইক্রোবাস থেকে কৌশলে দুই শিশু পাশের মসজিদে দৌড়ে আশ্রয় নেয় এবং এ সময় তারা জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের সেখান থেকে উদ্ধার করে এবং হিলি-হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে হাকিমপুর থানার এসআই আনিসুর রহমান আনিস জানান, ওই শিশু দুজনের বাড়ি ঢাকার ওয়ারির ফজলে রাব্বি ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আসলাম। তাদের বয়স ১১/১২ বছরের মধ্যে। সাদা মাইক্রোবাসটি আটকের জন্য পুলিশ চেষ্টা করছে। তারা চলতি মাসের ১৬ তারিখে ঢাকা থেকে হারিয়ে যায়।