আন্তর্জাতিক

ওবামাকেয়ার বাতিলের চেষ্টায় ব্যর্থ হতে যাচ্ছেন ট্রাম্প

ঢাকা, ২৬ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):

যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য বিল ওবামাকেয়ার বাতিলে প্রেসিডেন্ট ট্রাম্পের চেষ্টা ব্যর্থতার দিকে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এই চেষ্টা সফল করতে ট্রাম্পপন্থী রিপাবলিকানদের একটা অংশ চেষ্টা করে যাচ্ছেন। তারা বিলটিতে আরো সংশোধন করার চেষ্টা করছেন এবং প্রকাশ করবেন বলেও জানা গেছে।
বিরোধী রিপাবলিকানদের পক্ষে আনতে চেষ্টা করে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার সমর্থকরা। তবে প্রভাবশালী সিনেটর জন ম্যাককেইন বিরোধিতা করায় সমস্যাটা আরো বেড়েছে। বিলটি নিয়ে ডেমোক্র্যাটসহ রিপাবলিকানদের একটা অংশ বিরোধিতা করায় ব্যর্থতার দিকে যাচ্ছে স্বাস্থ্য বিলটি। প্রেসিডেন্ট ট্রাম্প বিরোধী রিপাবলিকানদের কঠোর সমালোচনাও করেছেন।
গত সাত বছর ধরেই ওবামাকেয়ারের বিরোধিতা করছেন রিপাবলিকানরা। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায়ও এটি ওবামাকেয়ার বা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বাতিল অন্যতম মূল ইস্যু ছিল। কিন্তু সিনেটে সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রিপাবলিকানরা বিলটি পাস করতে পারছেন না। সিনেটে রিপাবলিকানদের ৫২ এবং ডেমোক্র্যাটদের ৪৮ ভোট রয়েছে। অনেকের আশংকা ওবামাকেয়ার বাতিল হলে সবচেয়ে ক্ষতির সম্মুখীন হবেন গরীব ও মধ্যবিত্তরা। রয়টার্স।
Show More

আরো সংবাদ...

Back to top button