
পার্বতীপুরে সকালের শীত কুয়াশা
ঢাকা, ২৬ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):
আজ মঙ্গলবার বাংলা ১৪২৪ সনের আশ্বিন মাসের ১১ তারিখ। ফজরের আজান শেষ হওয়ার কিছুক্ষণ পরের কথা।
মুসল্লিরা নিজ নিজ ঘরবাড়ি থেকে বেড়িয়ে পড়েছেন। সবার গন্তব্য শহরের ধুপিপাড়া মহল্লার মসজিদ।
জামাতে নামাজ আদায় করার অভিন্ন উদ্দেশে সবার যাত্রা। কিন্ত কেউ কাউকে দেখতে পাচ্ছেন না, চিনতে পারছেন না। ঘন কুয়াশার চাদরে সব ঢেকে আছে। হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের উত্তর জনপদের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার দৃশ্য এটি।
মো. আলতাব হোসেন (৬০), বাড়ি পার্বতীপুর পৌর এলাকার ধুপিপাড়ায়। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন তিনি মসজিদে, জামাতে। তিনি বলেন, “গত ৩-৪ দিন ধরে ভোরের দিকে ঘন কুয়াশা পড়ছে।
শিশিরে পা, পায়জামা ভিজে যাচ্ছে। কিন্তু রাতের প্রথম প্রহরে ভ্যাপসা গরম পড়ছে প্রতিদিন। সব বাড়িতে ফ্যান চালু রাখতে হচ্ছে এখনও। একই কথা বলেন, একই মহল্লার অপর দুই মুসল্লি আব্দুর রাজ্জাক (৬০) ও আব্দুল কুদ্দুস (৬১)।
তারা বলেন, প্রতিদিন দিনভর গরম পড়ছে এখনও। সন্ধ্যার পর হচ্ছে মুষলধারে বৃষ্টি। বৃষ্টির শুরু গত বুধবার, রবিবারও ছিল একই অবস্থা। বৃষ্টির এ অবস্থা সবাইকে জানিয়ে দেয় বর্ষা এখনও শেষ হয়নি। তবে রাতের শেষ প্রহরে শুরু হচ্ছে শীত। ঘন কুয়াশার এ অবস্থা প্রকৃতিকে জানান দিচ্ছে বর্ষার বিদায় নেওয়ার পালা এখন। শুরু হতে যাচ্ছে শীত কুয়াশার রাজত্ব। প্রকৃতির ভিন্নতা শুরু হয়েছে ইতিমধ্যে; ভোরের শীত কুয়াশা সে কথাই মনে করিয়ে দেয়।