
খেলাধুলা
বাংলাদেশের খেলায় ব্যবহার হবে ‘ক্রিকেটের লাল-কার্ড’
ঢাকা, ২৬ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):
ক্রিকেটের নিয়মে যে বেশকিছু পরিবর্তন গত মে মাসেই আইসিসির বার্ষিক সাধারণ সভায় অনুমোদন হয়েছিল। এ নিয়ে তাই বেশকিছুদিন ধরেই আলোচনা চলছে। যার মধ্যে অসদাচারণের জন্য কাউকে মাঠ থেকে বের করে দিতে আইসিসির নতুন নিয়মও রয়েছে। যা ঠিক ফুটবলের লাল কার্ডের মতোই। আর নতুন এই নিয়ম কার্যকর হচ্ছে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে। ওইদিনই দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে।
ক্রিকেটারদের মাঠ থেকে বের করে দিতে আম্পায়ারের ক্ষমতা ছাড়াও নতুন নিয়মে ব্যাটের আকার নির্ধারণ করে দেওয়া হবে। তাছাড়া বর্তমান রিভিউ সিস্টেমেও আনা হবে পরিবর্তন। নতুন নিয়মের প্রয়োগ সম্পর্কে আইসসির জেনারেল ম্যানেজার জিওফ অ্যালারডাইস। তিনি বলেন, এখন আম্পাযারদের শুধু একটি কর্মশালার মাধ্যমে নতুন নিয়ম সম্পর্কে একটা ধারণা দেওয়া হবে।
তবে যেসব সিরিজ চলমান আছে তাতে নতুন নিয়ম প্রয়োগ হবে না। যেমন ভারত-অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ তাই বাইরে থাকছে আইসিসির নতুন নিয়মের।