
মুম্বাইয়ে নিজ হাতে রাস্তা পরিষ্কার করলেন শচীন
ঢাকা, ২৭ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):
শচীন যখন রাস্তায়! শুধু কী তাই? নিজে হাতে মুম্বাইয়ের রাস্তার নোংরা পরিষ্কার করলেন শচীন টেন্ডুলকার। মঙ্গলবার ‘স্বচ্ছ ভারত হি সেবা’ অভিযানের রাস্তায় নামলেন আন্তর্জাতিক ক্রিকেটে শততম সেঞ্চুরির মালিক।
স্বচ্ছ ভারত অভিযানে কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গী ছিলেন যুব সেনা প্রধান আদিত্য ঠাকরে। এদিন সকালে দক্ষিণ বান্দ্রার রাস্তা থেকে নোংরা পরিষ্কার করেন শচীন। ভারতের মোদি সরকারের ‘স্বচ্ছ ভারত হি সেবা’ অভিযানে শচীন ও আদিত্যে মতো সেলিব্রিটির সঙ্গে ছিলেন সাধারণ মানুষও। নিজে হাতে করে রাস্তার নোংরা তুলে তা বস্তায় মধ্যে ভরেন শচীন। পরে ঝাঁটা হাতেও দেখা যায় শচীনকেও।
স্বচ্ছ অভিযানের পর টুইটারে ছবি পোস্ট করে শচীন লিখেছেন, আমাদেরই পরিষ্কার রাখতে হবে। আসুন বন্ধুরা মিলে আমরা রাস্তায় নেমে পরিষ্কার করি। শচীনের এই উদ্যোগকে প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শচীনের অনুপ্রেরণায় অনেকেই ‘স্বচ্ছ ভারত হি সেবা’ অভিযানে এগিয়ে আসবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী।