
ময়মনসিংহে মেয়েকে খুন, বাবা গ্রেপ্তার
ঢাকা, ২৭ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):
ময়মনসিংহের নান্দাইলে নিজের বাবার হাতে খুন হয়েছে তানজিনা (১৬) নামের এক কিশোরী। আজ মঙ্গলবার ভোর রাতে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মেয়েটির বাবা আবুল হাসেমকে গ্রেপ্তার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ভোর রাতে চণ্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামের আবুল হাসেম তার নিজের মেয়ে তানজিনাকে উচ্ছৃঙ্খলতা এবং চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এমদাদুল হক ভুইয়ার বাড়ি থেকে ১৩ হাজার টাকা চুরির ঘটনায় শাসন করতে গিয়ে এক পর্যায়ে লাঠি দিয়ে তানজিনার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
নান্দাইল মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং মেয়েটির বাবাকে গ্রেপ্তার করে।
নান্দাইল মডেল থানার ওসি সরদার মো. ইউনুস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় হত্যা মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।