
বাবার জানাজার সময় সন্তানের জন্ম
ঢাকা, ২৭ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):
একদিকে বাবার জানাজার প্রস্তুতি চলছে আর অন্যদিকে ভূমিষ্ঠ হলো কন্যা সন্তান। জন্মের আগেই শিশুটি হয়ে গেল এতিম।
মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও স্বজনরা জানিয়েছেন, দুর্ঘটনায় আহত হয়ে ৬ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার দিনগত রাত ২টায় পাইকপাড়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে উলাদ হোসেন মারা গেছেন।
পাইকপাড়া গ্রামের বাসিন্দা ওবাইদুল ইসলাম জানান, গত বুধবার উলাদ হোসেন নলডাঙ্গা এলাকায় দুর্ঘটনায় কবলিত হয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন।
এরপর তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোমবার রাত ২টার সময় সে মারা যায়।
তিনি আরো জানান, ওলাদ হোসেনের স্ত্রী সুইটি গর্ভবতী ছিলেন। দুপুর ১২টায় জানাজার নামাজের জন্য উলাদ হোসেনকে প্রস্তুত করা হচ্ছিল। এমন সময় পৃথিবীর আলো দেখে তার কন্যা সন্তান।
উলাদ হোসেনের উপমা নামের আরেকটি কন্যা সন্তান রয়েছে। সে কালীগঞ্জ শিশু একাডেমির পঞ্চম শ্রেণির ছাত্রী।