
শেখ হাসিনাকে কটুক্তির অভিযোগে লক্ষ্মীপুরে যুবক গ্রেপ্তার
ঢাকা, ২৭ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তির অভিযোগে লক্ষ্মীপুরের রামগতিতে মো. রায়হান (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় আটক রায়হানের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা হয়েছে।
এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বুধবার দুপুরে তথ্য-প্রযুক্তি আইনে মামলাটি দায়ের করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন হেলাল।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে রায়হানকে টুমচর গ্রামের বাড়ি থেকে আটক করা হয়। তিনি উপজেলা চররমিজ ইউনিয়নের টুমচর গ্রামের আবুল হাসেমের ছেলে।
মামলার বাদী মেজবাহ উদ্দিন হেলাল বলেন, “সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ ও আমার ব্যক্তিগত ফেসবুকে দলীয় একাধিক পোস্ট দেওয়া হয়। পোস্টগুলোর কমেন্ট বক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে রায়হান আপত্তিকর কটুক্তি করেন। এ ঘটনায় থানায় অভিযোগ করলে তাকে আটক করা হয়। ”
রামগতি থানার ওসি ইকবাল হোসেন বলেন, “এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক যুবককে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।