
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী কাবুলে নামতেই এয়ারপোর্টে রকেট হামলা!
ঢাকা, ২৭ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):
আজ (বুধবার) আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে রকেট শেল আঘাত হানে। এ ঘটনা ঘটে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস কাবুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য সেখানে অবতরণের পরপরই।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি। এ ছাড়া এই হামলার দায়ও এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিস এক টুইটবার্তায় জানান, আজ সকালে বিমানবন্দরের কাছে একটি রকেট আঘাত হেনেছে। কোনো ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি।
প্রসঙ্গত, এএফপির বরাতে এই সংবাদ পরিবেশন করে পাকিস্তানের প্রভাবশালী মিডিয়া ডন জানায়, এটি একটি ‘ব্রেকিং সংবাদ’ যা আরো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে পরিমার্জন করা হবে। ওই সংবাদে ডন আরও বলে, মিডিয়ায় কখনো কখনো প্রাথমিক তথ্য নির্ভুল হয় না। নির্ভরযোগ্য সোর্স, সংশ্লিষ্ট কর্মকর্তা ও আমাদের রিপোর্টারের তথ্যের ভিত্তিতে আমরা পরে নির্ভুল সংবাদ নিশ্চিত করতে সচেষ্ট থাকবো।
সূত্র : ডন.কম, পিটিআই, এএফপি