
আন্তর্জাতিক
ইরাকি ভূমিতে ইসরাইলি পতাকা!
ঢাকা, ২৮ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):
ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিদের স্বাধীনতার জন্য অনুষ্ঠিত গণভোটের প্রাথমিক ফলাফল প্রকাশের উল্লাসে ফেটে পড়া কিছু মানুষকে ইসরাইলি পতাকা উত্তোলন করতে দেখা গেছে।
সোমবার অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফল বুধবার প্রকাশ করা হয়। এতে ৯২ ভাগ কুর্দি তাদের স্বাধীনতার পক্ষে ভোট দেয়।
বুধবার ওই ফলাফল ঘোষণার পর কুর্দিস্থানের ইবরিল শহরে ইসরাইলের পতাকা ওড়াতে দেখা যায়। খবর আনাদলু এজেন্সির।
ফল প্রকাশের পর ইবরিলে কুর্দিরা আনন্দ মিছিল, মোটর শোভাযাত্রাও করে।