
মিমের ‘লাল লিপস্টিক’
ঢাকা, ২৮ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):
সম্প্রতি এফডিসিতে একটি আইটেম গানের সঙ্গে কোমর দোলালেন ঢাকাই ছবির বর্তমান সময়ের ব্যস্ত নায়িকা বিদ্যা সিনহা মিম। গানটির শিরোনাম ‘লাল লিপস্টিক’। এফডিসিতে জমকালো সেট বানিয়ে গানটির শুটিং করা হলো সোমবার।
উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হব’ ছবিতে দেখা যাবে গানটি।
‘লাল লিপস্টিক’ শিরোনামের গানটির সুরকার হচ্ছেন কলকাতার আকাশ। তার সঙ্গে গেয়েছেন কণ্ঠশিল্পী তৃষা। এর কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়।
গানটির কোরিওগ্রাফি করেছেন বাংলাদেশের সুপরিচিত নাম তানজিল আলম। ডিজাইনার ও স্টাইলিস্ট হিসেবে আছেন রামীম রাজ।
জানা গেছে, আগামী ৪ অক্টোবর গানটিতে শাকিব খানের অংশের শুটিং শেষ করা হবে বলে জানিয়েছেন পরিচালক।
শুটিং শুরুর পর কিছুদিন বন্ধ ছিল ‘আমি নেতা হব’র শুটিং। আইটেম গানের মধ্য দিয়ে আবারও শুরু হলো কাজ। শাপলা মিডিয়া প্রযোজিত ছবিটিতে যাত্রাদলের মেয়ের চরিত্রে অভিনয় করছেন মিম। এতে আরও আছেন ওমর সানি, মৌসুমী, মিষ্টি জান্নাত, কাজী হায়াৎ প্রমুখ।
আইটেম গানে পারফর্ম এটিই কিন্তু মিমের প্রথম নয়। এর আগে অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ ছবিতে ‘হেইলা দুইলা নাচ’ শিরোনামের আইটেম গানে নেচেছিলেন তিনি।