
মানবতার স্বার্থে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে : কৃষিমন্ত্রী
ঢাকা, ২৯ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার সেনাবাহিনীর হামলা থেকে জীবন বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবতার স্বার্থে আশ্রয় দিয়েছেন। রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে আশ্রয় দেয়া হয়নি। তারা নিজ দেশে ফিরে যাবে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আব্দুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল ও প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল চৌধুরী ও আব্দুল হক সবুজ।
মতিয়া চৌধুরী বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া পাঁচ দফা প্রস্তাবের ভিত্তিতেই এ সমস্যার সমাধান হবে। কেন না এ পাঁচ দফা প্রস্তাবনাই এ সংকট সমাধানের একমাত্র উপায়।