
আন্তর্জাতিক
রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন বা গণহত্যা হয়নি : মিয়ানমার
ঢাকা, ২৯ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):
মিয়ানমারে কোনো জাতিগত নিধন বা গণহত্যার মতো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে মিয়ানমার। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ডাকা বৈঠকে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এ দাবি করেন। উন্মুক্ত আলোচনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রাখাইন রাজ্যে সেনা অভিযান বন্ধের আহ্বান জানিয়ে উদ্বেগ প্রকাশের প্রেক্ষিতে তিনি একথা বলেন।
বহস্পতিবার নিরাপত্তা পরিষদের এই বৈঠক শুরু হয়। যেখানে মিয়ানমারের নিরাপত্তা পরিষদ উপদেষ্ট উ থাং টুন বলেন, ‘মিয়ানমারে কোনো জাতিগত নিধন বা গণহত্যার মতো ঘটনা ঘটেনি। এখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। বর্তমানে আমরা যে পরিস্থিতি মোকাবেলা করছি সেটা ধর্মীয় নয়, সন্ত্রাসবাদের কারণে।’
এর আগে বৈঠকের শুরুতে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘কয়েক সপ্তাহের মধ্যে মিয়ানমার থেকে প্রায় অর্ধ মিলিয়ন রোহিঙ্গা মুসলিম শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। যাতে মানবিক বিপর্যয় ঘটেছে। এটা চরমপন্থাকে উস্কে দিতে পারে।’
এই জনগোষ্ঠীর উপর হত্যা, অগ্নিসংযোগ, মাইন পুতে রাখা, যৌন সহিংসতার মতো ঘটনা ঘটেছে। উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত নিকি হ্যালিও।