জেলার সংবাদ

নীলফামারীতে ভুয়া চিকিৎসকের জেল জরিমানা

ঢাকা, ২৯ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):

নীলফামারীতে হারুন অর রশিদ (২৭) নামের এক ভুয়া চিকিৎসকের এক বছরের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও  তিন মাসের কারাদণ্ড হয়েছে। আজ শুক্রবার দুপুর ১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান ভ্রাম্যমাণ আদালতে এই সাজা দেন।
সাজাপ্রাপ্ত হারুন অর রশিদ দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ি গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, কোনও ধরনের বৈধতা ছাড়াই জেলা সদরের ভবানীগঞ্জ হাটে একটি ভাড়া বাড়িতে আর এক্স নামের হাসপাতাল খুলে অপচিকিৎসা প্রদান করে আসছিলেন চিকিৎসক পরিচয়দানকারী হারুন অর রশিদ। তিন বছর ধরে তার এমন অপচিকিৎসায় এলাকার অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম বলেন, বিষয়টি জেলা স্বাস্থ্য বিভাগের নজরে আসলে শুক্রবার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাব অভিযান চালায় ওই হাসপাতালে। এ সময় বৈধতার প্রমাণ দিতে না পারায় ভুয়া চিকিৎসক হারুন অর রশিদকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়।
জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, “ভুয়া চিকিৎসকের অবৈধ ওই হাসাপালের খবরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে র‌্যাবের সহযোগিতায় সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে ল্যাব, হাসপাতাল এবং চিকিৎসক হিসেবে হারুন অর রশিদের কোনও বৈধতার প্রমাণ পাওয়া যায়নি। ” র‌্যাব ১৩ নীলফামারী ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কাশেম র‌্যাব সদস্যদের নেতৃত্ব দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবু হাসান বলেন, “চিকিৎসক, ক্লিনিক এবং প্যাথোলজির বৈধতা না থাকায় ভ্রাম্যমাণ আদালতে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় হারুন অর রশিদকে এক বছরের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আর‌ও তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। “
র‌্যাব ১৩ নীলফামারী ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কাশেম বলেন, “সাজাপ্রাপ্তকে আজ শুক্রবার বিকেলে জেলা কারাগারে পাঠানো হয়েছে। “
Show More

আরো সংবাদ...

Back to top button