
মাদ্রাসা ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ
ঢাকা, ২৯ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):
নড়াইলের লোহাগড়ায় দশম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর নানী বাদী হয়ে বাবুল মোল্লা নামের অভিযুক্তকে আসামি করে গতকাল বৃহস্পতিবার লোহাগড়া থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাত ৮টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ছত্রহাজারী গ্রামের স্থানীয় শরুশুনা মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী তার বাড়ির পাশে ছিল। এ সময় ছত্রহাজারী গ্রামের ফুল মিয়ার বখাটে ছেলে বাবুল মোল্লা (২০) তাকে জোর করে মোটরসাইকেলে উঠায়। এরপর তাকে পার্শ্ববর্তী মেহগনি বাগানে নিয়ে ধর্ষণ করে। পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে আজ শুক্রবার ডাক্তারি পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠায়।
লোহাগড়া থানার ওসি মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।