জেলার সংবাদ

তালায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

ঢাকা, ৩০ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার বাইগুনী মোড়ে সড়ক দুর্ঘটনায় সাড়ে তিন বছর বয়সী শিশু অর্নব সরদার মারা গেছে। শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। সে সাতক্ষীরার মাগুরা গ্রামের মিশন সরদারের ছেলে।
মোটরসাইকেল যোগে তালায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পিকআপ ও মাহিন্দ্রারের মাঝখানে পড়ে মোটরসাইকেলটি। এ সময় নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় মোটরসাইকেলের পেছনে বসে থাকা শিশুটির মা শারমিন সুলতানার কোল থেকে অর্নব সরদার ছিটকে পড়ে। এতে মারাত্মক আঘাত পেয়ে অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোল্যা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপটি জব্দ করা হয়েছে।
Show More

আরো সংবাদ...

Back to top button