খেলাধুলা

জেতা সম্ভব না হলেও ড্র করব : তাসকিন

ঢাকা, ৩০ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):

পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসটা টেনে নিতে পারতো। কিন্তু শেষ পর্যন্ত মাত্র ৩ উইকেট হারিয়ে ৪৯৬ রানেই ফাফ ডু প্লেসিস ইনিংস ঘোষণা করেন। এরপর ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে ১২৭ রানে হারায় তিন উইকেট। দুই ওপেনার লিটন দাস ও ইমরুল কায়েসের পাশাপাশি অধিনায়ক মুশফিক আউট হয়ে গেছেন।
প্রোটিয়াদের থেকে এখনো ৩৬৯ রানে পিছিয়ে মুশফিক বাহিনী। ফলোঅন এড়াতে এখনো প্রয়োজন ১৭০ রান। এ অবস্থায়ও জয় না হলেও ম্যাচ অন্তত ড্র করার আশা করছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা দলের প্রতিনিধি তাসকিন আহমেদ এমনটিই জানালেন। তাসকিন বলেন, ‘হারার চিন্তা তো করছিই না। যদি জেতা সম্ভব না, আমরা ড্র করব ইনশাআল্লাহ।’
ব্যক্তিগত নয় এটা পুরো দলের মনোভাব উল্লেখ করে তাসকিন বলেন, ‘ফিল্ডিংয়ের পর ব্যাটিংয়ের সময় যতক্ষণ আমি ড্রেসিংরুমে ছিলাম, একবারের জন্যও শুনিনি বা আমরা ভাবিনি ফলোঅনের কথা। আমরা চিন্তা করছি, যত লম্বা ইনিংস খেলা যায়। যত বেশি রান করা যায়। লক্ষ্য থাকবে, লিড নেওয়ার। লিড নিতে না পারলেও কাছাকাছি যাওয়ার, যেন দ্বিতীয় ইনিংসে বোলারদের বোলিং করতে সুবিধা হয়।’
Show More

আরো সংবাদ...

Back to top button