জাতীয়

গুগলের কাছে নয় হিসাবধারীর তথ্য চাইল বাংলাদেশ

ঢাকা, ৩০ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):

গুগলের কাছ থেকে নয়জন হিসাবধারীর (অ্যাকাউন্ট) তথ্য চেয়েছে বাংলাদেশ সরকার। আর এ অনুরোধে সার্বিকভাবে সাড়া দিয়েছে গুগল।

গত বৃহস্পতিবার গুগলের ট্রান্সপারেন্সি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিভিন্ন দেশের সরকার তথ্য চেয়ে যে অনুরোধ পাঠায় তা জনগণকে জানাতে ওই প্রতিবেদন প্রকাশ করে গুগল। প্রতি ছয় মাস অন্তর এ প্রতিবেদন প্রকাশ করে গুগল।

২০০৯ সাল থেকে গুগল এ ট্রান্সপারেন্সি প্রতিবেদন প্রকাশ করা শুরু করেছে। তাদের তথ্য অনুযায়ী, এ বছরের প্রথমার্ধে বিশ্বব্যাপী বিভিন্ন দেশের সরকারের পক্ষ থেকে তথ্য চাওয়ার হার আগের তুলনায় বেড়েছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত গুগলের কাছে ৮৩ হাজার ৩৪৫ টি অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য চেয়ে ৪৮ হাজার ৯৪১ টি অনুরোধ পেয়েছে। এর মধ্যে ৬৫ শতাংশ ক্ষেত্রে তথ্য দিতে হয়েছে গুগলকে।

গুগলের ট্রান্সপারেন্সি রিপোর্ট অনুযায়ী, গুগলের কাছে বাংলাদেশ থেকে আটটি অনুরোধ যায়। আটটি অনুরোধে মোট ৯টি অ্যাকাউন্টের তথ্য জানতে চাওয়া হয়েছে।

গুগল তার মধ্যে ২৫ শতাংশ তথ্য সরবরাহ করেছে। চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এ অনুরোধগুলো জানানো হয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button