রাজনীতি

বিএনপি নেতাদের ওপর হামলায় ফখরুলের নিন্দা

ঢাকা, ৩০ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম চলার সময় সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে স্থানীয় বিএনপির ২০ জন নেতাকর্মীকে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার এক সংবাদ বিবৃতিতে তিনি এই নিন্দা জানান।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী গণতান্ত্রিক আচার-আচরণের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে দেশ শাসন করছে বলেই মানুষের সংবিধানস্বীকৃত মৌলিক ও মানবাধিকারগুলো আজ ভূলুণ্ঠিত। সারাদেশে বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের ব্যাপক সাফল্যে সরকার ইর্ষান্বিত।

তিনি বলেন, আমি ভোলা জেলাধীন সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

Show More

আরো সংবাদ...

Back to top button