আন্তর্জাতিক

লাভ জিহাদ!: মৌলবাদী হিন্দুদের দৌরাত্ম্য চলছে

ঢাকা, ৩০ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):

তথাকথিত লাভ জিহাদ কিছুতেই তাঁরা বরদাস্ত করতে পারছে না। তাঁদের মতে, এটা ধর্মান্তরিত করার একটা ফন্দি ছাড়া আর কিছু নয়।

সরকার এই দৌরাত্ম্য আটকাতে পারছে না, কারণ দেশে এর বিরুদ্ধে কোনো আইন নেই। খবর, ডয়েচে ভেলে। ভারতের বিভিন্ন রাজ্যে কিছু না কিছু ভিন্ন সম্প্রদায়ের ছেলে মেয়ের মধ্যে প্রেম, ভালোবাসা এবং বিয়ে হচ্ছে। মৌলবাদী হিন্দুরা যার নাম দিয়েছে লাভ জিহাদ। প্রথমদিকে নাম ছিল রোমিও জিহাদ। কট্টর হিন্দুত্ববাদীরা কিছুতেই এই লাভ জিহাদ মেনে নিতে পারছে না। কেন পারছে না ? কারণ, এটা তাদের মতে, ধর্মান্তর করা ছাড়া আর কিছুই না। এই অভিযোগে হিন্দু-মুসলিম দম্পতির বাড়িতে গিয়ে চড়াও হচ্ছে বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল বা সংঘ পরিবারের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তাদের নানাভাবে হেনস্তা করা হচ্ছে।

এই তো গত বৃহস্পতিবার দিল্লির উপকন্ঠে নয়ডার এক শিক্ষিতা হিন্দু তরুণী কৃষ্ণা এবং উচ্চ শিক্ষিত মুসলিম যুবক সাদ্দাম মিরাটের আদালতে তাঁদের বিয়ে রেজিস্ট্রি করতে গেলে তাঁদের ওপর চড়াও হয় মৌলবাদী হিন্দু সংগঠন বজরং দল। কিন্তু হিন্দু মেয়েটি বলেন, তিনি স্বেচ্ছায় এই বিয়ে করছেন। বজরং দল নাছোড়বান্দা। তারা মনে করে এই ধরণের হিন্দু-মুসলিম বিবাহ ধর্মান্তরিত করার একটা ছল। তারা কখনোই এটা হতে দেবে না। কারণ, এই ধরণের বিয়ে বন্ধ করা তাঁদের ধর্মীয় দায়িত্ব ও কর্তব্য। পুলিশ তাঁদের বাঁচাতে গেলে বজরং দলের কর্মীরা লাভ জিহাদকে রক্ষা করছে, এই অভিযোগে পুলিশের ওপরও হামলা চালায়। পুলিশকে লাঠি চালাতে হয়।

এর কয়েকদিন আগের ঘটনা। উত্তর প্রদেশের হাপুর শহরে বিদ্যা শ্রীবাস্তব এবং শোয়েব আলম দম্পতির বাড়িতে চড়াও হয় হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা। তাদের অভিযোগ, আলম নাকি ভুলিয়ে ভালিয়ে বিদ্যাকে বিয়েতে রাজি করায়। যদিও বিদ্যা সেকথা মানেননি। তিনি বলেছেন, নিজের ইচ্ছায় আলমকে বিয়ে করেছেন। আদতে বিহারের বাসিন্দা এই দম্পতি পরিবারের আপত্তি অগ্রাহ্য করে আদালতে গিয়ে বিয়ে করেন এবং পরে হাপুরে এসে থাকেন। হিন্দুত্ববাদী কর্মীদের হেনস্থার হাত থেকে বাঁচতে তাঁরা পুলিশকে খবর দিলে পুলিশ ঐ দম্পতির নিরাপত্তার জন্য তাঁদের বাড়ি থেকে বের করে আনার চেষ্টা করে। হিন্দুত্ববাদীরা আলমকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেবার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। তথাকথিত লাভ জিহাদের জেরেই নাকি কেরালার একটি হিন্দু তরুণী অখিলা ওরফে হাদিয়া, ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেন মুসলিম যুবক সাফিন জাহানকে। হাদিয়ার পরিবার জোর করে ধর্মান্তরিত করার অভিযোগ দায়ের করে কেরালা হাইকোর্টে।

হাইকোর্ট সেই বিয়ে অবৈধ বলে রায় দিলে হাদিয়ার স্বামী সুপ্রিম কোর্টে আপিল করেন। শীর্ষ আদালত জাতীয় তদন্ত সংস্থা এনআইএ-কে ঘটনার তদন্ত করার নির্দেশ দেন। এআইএ’র প্রথমিক রিপোর্টে বলা হয়, এই ধরনের ধর্মান্তকরণের পেছনে কাজ করছে একটা সংগঠিত চক্র। যদিও হাদিয়া তা সম্পূর্ণ অস্বীকার করেন। কেরালায় অনুরূপ ঘটনা হিন্দু তরুণী আথিলা নাম্বিয়ারকে নিয়ে। তাঁকেও নাকি জোর করে ধর্মান্তরিত করার পর এক মুসলিম যুবক বিয়ে করেন। আথিলার বাবা ও মা কেরালা হাইকোর্টে  জবরদস্তি ধর্মান্তরিত করার অভিযোগে হেবিয়াস কর্পাস পিটিশন দাখিল করেন।

জাতীয় তদন্তকারী এজেন্সির পক্ষ থেকে বলা হয়, সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁরা হিন্দু মেয়েদের জোর করে ইসলামে ধর্মান্তরিত করার ৩২টি ঘটনা খতিয়ে দেখছে, তাতে দেখা গেছে এর পেছনে একটা সংগঠিত চক্র কাজ করছে। এতে গোটা বিতর্কটা হিন্দু মৌলবাদীদের হাতে রসদ তুলে দিয়েছে। উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও লাভ জিহাদের মধ্যে ষড়যন্ত্র খুঁজে পান। নির্বাচনি প্রচারে গিয়ে হুঙ্কার দেন, একজন হিন্দু মেয়েকে ইসলামে ধর্মান্তরিত করলে আমরা ১০০ জন মুসলিম মেয়েকে ধর্মান্তরিত করবো।

এই রকম ভিন্ন ধর্মের বিয়ের বহু ঘটনা আকছারই ঘটছে দেশের বিভিন্ন রাজ্যে হিন্দুত্ববাদীদের রক্ত চক্ষুকে অগ্রাহ্য করে। তবুও লাভ জিহাদের বড় শিকার মেয়েরাই। তবে ভারতের ধর্ম নিরপেক্ষ অংশ মনে করছেন, হিন্দু রাষ্ট্রের পরিকল্পনা করছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের মতো সংগঠনগুলি। সেখানে জনসংখ্যার আনুপাতিক হার একটা বড় ভূমিকা আছে। এরই পাল্টা লাভ ত্রিশুল-এর মতো জিহাদের প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রীয় স্বয়ং সেবিকা সমিতি। তারা মনে করেন, মোদী সরকার যখন তিন তালাক প্রথা থেকে মুসলিম মহিলাদের বাঁচাতে ঐ প্রথা রদ করতে সুপ্রিম কোর্টের মাধ্যমে সক্ষম হন, সেক্ষেত্রে লাভ জিহাদের বিষয়েও একটা ইতিবাচক পদক্ষেপ নিতে পারে মোদী সরকার। সেখানে গৈরিক রং যেন বাধা না হয়।

 

Show More

আরো সংবাদ...

Back to top button