বিনোদন

ক্ষতি থেকে বাঁচলেন বিদ্যা বালান

ঢাকা, ৩০ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):

অল্পের জন্য ক্ষতির হাত থেকে বেঁচে গেলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান।

বৃহস্পতিবার মুম্বাইয়ের বান্দ্রার কাছে দুর্ঘটনার কবলে পড়ে বিদ্যার গাড়ি। বিদ্যা অক্ষত থাকলেও গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে।

ডিএনএর খবর অনুযায়ী, বান্দ্রার কাছাকাছি তার গাড়িটি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়।

এতে বিদ্যার গাড়িটির যথেষ্ট ক্ষতি হয়েছে। তবে তিনি ভালো আছেন।  কোথাও কোনো চোট  কিংবা আঘাত লাগেনি। ভালো রয়েছেন তার গাড়ির চালকও।

জানা গেছে, বিদ্যা ওই সময় কী একটা কাজে বান্দ্রা যাচ্ছিলেন।

বিদ্যার আগামী ছবি ‘তুমহারি সুলু’। ছবিতে একজন রেডিও জকির ভূমিকায় দেখা যাবে তাকে।

Show More

আরো সংবাদ...

Back to top button