
রাজনীতি
জামায়াতের মহানগরী নেতাসহ ১০ জন আটক
ঢাকা,০১ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর সভাপতি ও সেক্রেটারিসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরের পর দুই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে তোলা হবে।
পুলিশের ভাষ্য, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে একটি বাড়িতে গোপন বৈঠককালে তাদের আটক করে কদমতলী থানা পুলিশ।
আটকদের মধ্যে ঢাকা মহানগরীর সভাপতি নুরুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ রয়েছেন।
কদমতলী থানার ডিউটি অফিসার এসআই রফিক জানান, কফিল উদ্দিন পেট্রলপাম্পের পেছনে জালালাবাদ টিন ফ্যাক্টরির পাশে একটি বাড়িতে বৈঠক চলাকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বোমা, চাপাতি ও উগ্রপন্থী বই উদ্ধার করা হয়।
তিনি জানান, অস্ত্র ও বিস্ফোরক আইন ও বিশেষ ক্ষমতা আইনে তাদের গ্রেফতার দেখানো হবে।