
বিনোদন
কৌন বনেগা ক্রোড়পতির প্রথম কোটিপতি অনামিকা মজুমদার
ঢাকা,০১ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):
অমিতাভ বচ্চন সঞ্চালিত শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ৯-এর প্রথম কোটিপতির নাম প্রকাশ করা হলো। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী চলতি সিজনের প্রথম বিজেতা হলেন জামশেদপুর নিবাসী অনামিকা মজুমদার।
ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, অনামিকার ওই এপিসোডের শ্যুটিং সম্প্রতি সম্পন্ন হয়েছে। কিছুদিনের মধ্যেই সেটি চ্যানেলে প্রচার করা হবে।
জানা গেছে, অনামিকা, ৭ কোটির প্রশ্ন পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। কিন্তু, তিনি ঝুঁকি না নিয়ে ১ কোটি টাকা নিয়ে খেলা শেষ করেন।
প্রসঙ্গত, চলতি সিজনে অনামিকার আগে কোনো প্রতিযোগী ১ কোটি টাকা জিততে পারেননি। এর আগে, বীরেশ চৌধুরী নামে এক ব্যক্তি ১ কোটির প্রশ্ন পর্যন্ত পৌঁছেছিলেন। কিন্তু, তিনিও ঝুঁকি না নেওয়ায় ৫০ লাখ টাকা নিয়ে খেলা শেষ করেন।
সূত্রের খবর, সমাজকর্মী অনামিকা ঝাড়খণ্ডে ‘ফেথ ইন ইন্ডিয়া’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে অনামিকা জানিয়েছিলেন, কোটি টাকা জিতলে তিনি পুরোটাই তাঁর সংস্থার কাজে ব্যবহার করবেন।