আন্তর্জাতিক

ডোকলামে গোপনে আরো বেশি করে সেনা মোতায়েন করেছে চীন!

ঢাকা,০২ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):

ভূটান-ভারত-চীন সীমান্তের মধ্যবর্তী ডোকলামের তরাই এলাকায় সেনা সরানোর কথা বলে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা হলেও আদতে দেখা যাচ্ছে চীনের পিপলস লিবারেশন আর্মি সেনা সরায়নি। উল্টো আগে যত সেনা মোতায়েন করা ছিল তার চেয়েও বেশি সেনা ডোকলাম এলাকায় মোতায়েন করেছে।

এর আগে ভূটান-ভারত-চীন সীমান্তের মধ্যবর্তী ডোকলাম এলাকায় চীন রাস্তা তৈরি করতে গেলে ভারত বাধা দেয়। তা নিয়ে দীর্ঘ প্রায় তিন মাস উত্তপ্ত হয়ে ছিল পরিস্থিতি। পরে যৌথ আলোচনার পর তা স্বাভাবিক হয়।

কিন্তু এবার ভারতীয় সেনাবাহিনীর গোপন স্যাটেলাইটে ধরা পড়েছে চীনের ৯৬ যুদ্ধ ট্যাঙ্ক, সেনা, অস্ত্রশস্ত্র নিয়ে এই তিব্বতি তরাই এলাকায় অবস্থান করছে। খাম্ভা জং এলাকায় চীনা সেনার অবস্থান চোখে পড়েছে।

ঘটনা হলো, এই চীনা সেনার দল উত্তর সিকিম থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে রয়েছে। এই এলাকা তরাই হলেও যুদ্ধ করার মতো সমতল ভূমিও অনেক জায়গায় রয়েছে। আর সে জন্যই বহদিন ধরে এই এলাকায় সেনা মোতায়েন করে চাপ তৈরির চেষ্টা চলছে।

ভারতের তরফে খবর হলো, চীনের দাপাদাপি দেখে এবার ভারতও ডোকলাম এলাকায় ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিজে জড়ো করছে।

পাশাপাশি অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইলও নিয়ে যাওয়া হচ্ছে। এবং ভারতীয় সেনাবাহিনী চাইছে এগুলো চোখে পড়ুক চীনা সেনাদের।

ভারতীয় সেনাবাহিনীর তথ্য বলছে, আগস্টের শেষে ডোকলাম সমস্যা নিয়ে নিষ্পত্তি কথা বলার পরে দুই তরফেই সেনা সরানোর কথা হয়েছিল। সেইমতো চীন তখন কিছুটা পিছু হঠলেও ফের ডোকলাম এলাকায় সেনা ঢুকিয়ে দিয়েছে।

সবচেয়ে বড় কথা, সকলের নজর ডোকলাম এলাকায় রয়েছে। অথচ ভুটান সীমান্তে এই কিছুদিনের মধ্যে তিনটি সেনা ক্যাম্প তৈরি করে ফেলেছে চীন। যার ফলে ফের একবার এই অঞ্চলে শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button