জেলার সংবাদ

গাইবান্ধায় নৌকা বাইচ প্রতিযোগিতা

ঢাকা,০২ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রীজ সংলগ্ন কিশামত বালুয়া ঘাঘট নদীতে সোমবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকাসহ বাইরের জেলা থেকেও ১০টি নৌকা অংশ নেয়। এসময় নদীর দু’পাড়ে অবস্থান নিয়ে বিভিন্ন বয়সের হাজার হাজার দর্শক এই প্রতিযোগিতা উপভোগ করেন।
স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম লুডুর সহযোগিতায় স্থানীয় যুবকদের উদ্যোগে আয়োজিত এই নৌকা বাইচ প্রতিযোগিতার আনুষ্ঠনিক উদ্বোধন করেন খোলাহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল উলফাত ।
এরআগে প্রতিযোগিতা পূর্ব এক আলোচনা সভায় নৌকা বাইচ প্রতিযোগিতা কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য ফয়জার রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আশরাফুল ইসলাম লুডু, সাবেক ইউপি সদস্য মুরাজ্জামান প্রামানিক, কমিটির উপদেষ্টা মুক্তিযোদ্ধা দুলা মিয়া, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন, আলতাফ হোসেন, ইউনুছ আলী দুখু, ফরিদুল ইসলাম, ইমদাদুল হক, ডাঃ আব্দুর রশিদ খোকা, আবু সাঈদ প্রমুখ।
প্রতিযোগিতা শেষে প্রথম ও দ্বিতীয় বিজয়ীকে যথাক্রমে একটি করে ফ্রিজ এবং তৃতীয় বিজয়ীকে ২১ ইঞ্চি কালার টিভি প্রদান করা হয়।
Show More

আরো সংবাদ...

Back to top button