আন্তর্জাতিক

পাকিস্তানের দুর্নীতি দমন আদালতে নওয়াজ শরীফের হাজিরা

ঢাকা,০২ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):

পাকিস্তানের বরখাস্ত হওয়া সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সোমবার দুর্নীতি দমন আদালতে হাজির হয়েছেন। আদালতে এটি ছিল তার দ্বিতীয় হাজিরা।
এদিকে বিভিন্ন খবরে জানা গেছে, তাকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করা হতে পারে। আর এটা হলে শেষ পর্যন্ত তাকে জেলে যেতে হবে। এলিট পুলিশ সদস্যদের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়ে গাড়ি বহর নিয়ে শরিফ আদালতে পৌঁছালে সেখানে উপস্থিত তার সমর্থকরা শ্লোগান দিতে থাকে। এ সময় নিরাপত্তার অংশ হিসেবে ইসলামাবাদ আদালত প্রাঙ্গণের ওপর দিয়ে হেলিকপ্টার চক্কর দিতে দেখা যায়।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবালসহ অনেক আইনজীবী ও কর্মকর্তাদের আদালতে প্রবেশে বাধা দেয়া হয়। এর পাশাপাশি আদালতে প্রবেশে মিডিয়া কর্মীদেরও বাধা দেয়া হয়। পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী আদালতে প্রবেশের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা মানব বেষ্টনী গড়ে তোলে।
নওয়াজ শরিফ ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের পর গত জুলাইয়ে আদালত তাকে ক্ষমতাচ্যুত করে। এর ফলে পাকিস্তানের ৭০ বছরের ইতিহাসে মেয়াদ শেষ করার আগে পদচ্যুত হওয়ার দিক থেকে তিনি হলেন ১৫তম প্রধানমন্ত্রী।
Show More

আরো সংবাদ...

Back to top button