জাতীয়

প্রধান বিচারপতিকে প্রচণ্ড চাপে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে: অ্যাডভোকেট জয়নুল

ঢাকা,০৩ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):

প্রধান বিচারপতিকে ‘প্রচণ্ড চাপ প্রয়োগের মাধ্যমে’ ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
৩ অক্টোবর মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
জয়নুল আবেদীন বলেন, ‘আমরা মনে করি, আমাদের আইনজীবী সমিতি মনে করে, প্রধান বিচারপতির ওপরে প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছে, তিনি যাতে এক মাসের জন্য ছুটিতে চলে যান।’
তিনি বলেন, ‘আপনারা জানেন, জাতি জানে, সারা পৃথিবীর মানুষ জানে, একটি জাজমেন্টের পরে তাকে একটি রাজনৈতিক দল, সরকার বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতেছিলেন। আমরা মনে করি, সেই চাপের অংশ হিসেবে গতকাল তাকে ছুটিতে পাঠানো হয়েছে। তিনি ছুটিতে যাননি এবং তাকে বাধ্য করা হয়েছে।
সুপ্রিম কোর্টে মঙ্গলবার প্রধান বিচারপতির ছুটিতে যাওয়াসহ কয়েকটি বিষয় নিয়ে আইনজীবী সমিতির কার্যকরী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টা থেকে ঘণ্টাব্যাপী সমিতির সম্মেলন কক্ষে ওই সভা চলে।
এছাড়া সিনিয়র আইনজীবীদের সঙ্গে মিটিং করে পরবর্তী পদক্ষেপ জানানো হবে বলে জানান জয়নুল আবেদীন।
এদিকে মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ক্যান্সারের কারণেই প্রধান বিচারপতি ছুটিতে গেছেন।
এর আগে সচিবালয়ের নিজ দফতরে আইনমন্ত্রী আনিসুল হক এক সংবাদ সম্মেলনে বলেছেন, ক্যান্সারসহ বিভিন্ন রোগে অসুস্থ্ হওয়ার কারণে তিনি এক মাসের ছুটিতে গেছেন।
প্রসঙ্গত, এর আগে অসুস্থতা দেখিয়ে ২ অক্টোবর সোমবার এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি এসকে সিনহা। পরে ৩ অক্টোবর তিনি ছুটিতে থাকাকালীন জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞাকে বাংলাদেশের প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব দেওয়া হয়েছে। তার নেতৃত্বে আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button