অর্থ ও বাণিজ্য

জোর করে রাজস্ব আদায় করা যাবে না: আব্দুল মান্নান

ঢাকা,০৩ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):

জনগণ যেহেতু রাষ্ট্রের মালিক তাদের বুঝিয়ে রাজস্ব আদায় করতে হবে। জোর করে রাজস্ব আদায় করা যাবে না বলেও জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি হোটেলে ২ অক্টোবর সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের যৌথ আয়োজনে এবং যুক্তরাজ্য শুল্ক বিভাগের সহায়তায় সিঙ্গেল উন্ডো বাস্তবায়ন শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।
আব্দুল মান্নান বলেন, ‘প্রতি বছর রাজস্ব আদায় বৃদ্ধি পাচ্ছে, আগামীতে আরো বৃদ্ধি পাবে। জোর করে জনগণের কাছ থেকে রাজস্ব আদায় করা যাবে না। আইনের মাধ্যমে রাজস্ব বৃদ্ধি করতে হবে। জনগণকে বুঝিয়ে রাজস্ব আদায় করতে হবে।’
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে এনবিআরের আন্তর্জাতিক বাণিজ্য ও জাতীয় রাজস্ব বোর্ডের নিরীক্ষক শাখার সদস্য খন্দকার মো. আমিনুর রহমান ও রাজস্ব বোর্ডের নীতি নির্ধারণী কমিটির সদস্য মো. লুৎফুর রহমান বক্তব্য রাখেন।
চার দিনব্যাপী এ কর্মশালায় ভারত এবং ফিনল্যান্ডের দু’জন বিশেষজ্ঞ কর্মশালা পরিচালনা করছেন। জাতীয় রাজস্ব বোর্ড ছাড়াও কৃষি, খাদ্য ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, বিএসটিআই, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং আনবিক শক্তি কমিশনের প্রতিনিধিগণ কর্মশালায় অংশগ্রহণ করছেন।

Show More

আরো সংবাদ...

Back to top button