জেলার সংবাদ

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

ঢাকা,০৩ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে জিরোলাইনে মাইন বিস্ফোরণে নুরুল ইসলাম (২২) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে দেড়টায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরওয়ার কামাল জানান, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা সীমান্তের সাপমারাঝিরি এলাকায় জিরোলাইনে গরু আনতে গিয়েছিলেন আশ্রয়কেন্দ্রে অবস্থানকারী রোহিঙ্গা যুবক নুরুল ইসলাম।

কিন্তু সীমান্তের জিরোলাইনে পৌঁছার পর বিকট শব্দে মাইন বিস্ফোরিত হয়ে তার মৃত্যু হয়। এখন পর্যন্ত তার লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী জানান, গত মাসের ২৬ সেপ্টেম্বরও মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়।

এর আগে ওই সীমান্তে হাসিম উল্লাহ (৪৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছিলেন। এ পর্যন্ত নাইক্ষ্যংছড়ি সীমান্তের তিনটি পয়েন্টে মাইন বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন।

Show More

আরো সংবাদ...

Back to top button