বিনোদন

মধ্যপ্রাচ্যে যাচ্ছেন ‘নবাব’

ঢাকা,০৩ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):

দেশের মাটিতে গত রোজার ঈদে দর্শকপ্রিয়তা ও বাণিজ্যিক সফলতা পাওয়ার পর এবার মধ্যপ্রাচ্যে যাচ্ছেন ‘নবাব’। আজ দুপুরে ফেসবুকে জনপ্রিয় নায়ক শাকিব খানের ভ্যারিফায়েড পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে আধুনিক ও বড় মাল্টিপ্লেক্স চেইন, ‘ভক্স’ ও ‘সিটি সিনেমা’তে প্রদর্শিত হবে ‘নবাব’। আগামী ৬ অক্টোবর থেকে সিনেমাটি প্রদর্শিত হবে।
আরব আমিরাতে, ১।ভক্স, দেইরা সিটি সেন্টার, দুবাই, ২। ভক্স, মেরিনা মল, আবুধাবী। আর ওমানের ১। রুই সিটি সিনেমা, মাস্কাট, ২। সোহার সিটি সিনেমা, সোহার, ৩। সুর সিটি সিনেমা, সুর
এরমধ্য দিয়েই দেশীয় সিনেমার সবচেয়ে বড় তারকা, শাকিব খান এর প্রথম কোন সিনেমা মধ্যপ্রাচ্যে গেল। ‘নবাব’কে আমিরাত ও ওমান এর দুই মন্ত্রণালয়ই পিজি১৫ হিসেবে ক্লাসিফাই (সেন্সর) করেছে।
‘নবাব’ ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। এতে অভিনয় করেছেন শাকিব খান, শুভশ্রী, অমিত হাসান, রজতাভ দত্ত, মেঘলা, সব্যসাচী চক্রবর্তী ও খরাজ মুখার্জিসহ আরও অনেকে। ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ।
পুরোপুরি অ্যাকশন ঘরানার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নবাব’। যেখানে দেখা যাবে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়বেন শাকিব। থাকছে পরিবার ও রোমান্সের গল্প। ছবির চিত্রনাট্য লিখছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি।

Show More

আরো সংবাদ...

Back to top button