
হবিগঞ্জে কৃষক হত্যা: ৩ ভাইসহ ৪ জনের ফাঁসি
ঢাকা,০৩ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):
হবিগঞ্জের আজমিরীগঞ্জে এক কৃষক হত্যা মামলায় ৩ ভাইসহ ৪ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিকালে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের আড়িয়ামুগুড় গ্রামের দয়াল দাশের ছেলে গৌরমোহন দাশ, মৃত লাল মোহন দাশের ছেলে দিলীপ দাশ, সমীর দাশ ও তপু দাশ।
রায়ে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।
এ মামলায় গণেন দাশ ও গৌরাঙ্গ দাশ নামে অপর ২ আসামির প্রত্যেককে ৩ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।
এছাড়া আসামি রামু দাশ, লীলমোহন দাশ ও রামচরণ দাশকে ১ বছর করে কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়।
রায় ঘোষণাকালে আসামি রামু দাশ ছাড়া বাকি ৮ জন আদালতে হাজির ছিলেন।
মামলার আসামি বাকি ২৪ জনকে বেকসুর খালাস দেয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ১০ নভেম্বর সকালে আসামিরা আজমিরীগঞ্জ উপজেলার ঝিলুয়া গ্রামের গৌরাঙ্গ চৌধুরীর জমি ও জলাশয় থেকে সংরক্ষিত মাছ লুটপাট করতে যায়। এ সময় তার ভাই গৌরব চৌধুরীসহ (৩০) স্বজনরা বাধা দেন। আসামিরা হামলা চালালে গৌরব চৌধুরীসহ কয়েকজন গুরুতর আহত হন। এ সময় আসামিরা ২টি ইঞ্জিনচালিত নৌকা ও মাছসহ ১ লাখ ২৫ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
পরে আশংকাজনক অবস্থায় গৌরব চৌধুরীকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
এ ব্যাপারে নিহতের ভাই গৌরাঙ্গ চৌধুরী বাদী হয়ে ৩১ জনের বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
পুলিশ তদন্ত শেষে ৩৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়।
রাষ্ট্রপক্ষে ২৫ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষে বিচারক মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।