জাতীয়

সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা,০৩ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):

সেনাপ্রধান আবু বেলাল মুহম্মদ শফিউল হকের সঙ্গে ৩ অক্টোবর মঙ্গলবার ঢাকা সেনানিবাসে জাতিসংঘের ফিল্ড সাপোর্ট বিভাগের সহকারী সেক্রেটারি জেনারেল লিসা এম. বোটেনহেম এর নেতৃত্বে উচ্চ পর্যায়ের তিন সদস্য বিশিষ্ট এক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতকালে তারা জাতিসংঘের শান্তিরক্ষী মিশন, কার্যক্রম, প্রশিক্ষণ এবং পেশাদারিত্বসহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা ও শুভেচ্ছা বিনিময় করেন বলে আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ সময় তারা জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম ও পেশাদারিত্বের প্রশংসা করেন।
প্রতিনিধি দলটি অনুষ্ঠিতব্য ইউএস পিসকিপিং মিনিস্ট্রিয়াল মিটিং-২০১৭ এর প্রস্তুতি সভায় অংশগ্রহণের উদ্দেশে ৩০ সেপ্টেম্বর ঢাকায় এসে পৌঁছায়।
প্রতিনিধি দলের অপর দুই সদস্য হলেন, জাতিসংঘ সদরদফতরের উপ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল হিউগ ভেন রোসেন এবং সদরদফতরের স্ট্রেটিজিক ফোর্স জেনারেশন এন্ড ক্যাপাবিলিটি প্ল্যানিং সেল এর প্রধান এডাম স্মিথ।
এছাড়া প্রতিনিধি দলটি নৌবাহিনীর প্রধান ও বিমান বাহিনীর প্রধানসহ সশস্ত্রবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) এএফডি সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করে।
প্রতিনিধি দলটি বাংলাদেশ ইন্সিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি) পরিদর্শন করে। তাদের আজ (মঙ্গলবার) ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button