জাতীয়

আরো এক হাজার নতুন প্রাথমিক বিদ্যালয় নির্মাণের উদ্যোগ

ঢাকা,০৩ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):

সরকার বিদ্যালয়বিহীন এলাকায় আরো ১হাজার নতুন বিদ্যালয় নির্মাণের কার্যক্রম গ্রহণ করেছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায় একথা জানান।

মন্ত্রী আরো বলেন, ২০১৮ সালের জুনের মধ্যে সকল জরাজীর্ণ বিদ্যালয় মেরামত করে শিক্ষা উপযোগী শ্রেণিকক্ষ নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া শহরের সকল প্রাথমিক বিদ্যালয়কে দৃষ্টিনন্দন করার পাশাপাশি ১৫’শ বিদ্যালয়বিহীন এলাকায় প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার কাজ চলতি বছরের নভেম্বর মধ্যে শেষ করতে হবে।

তিনি বলেন, যেসকল প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ নেই, সেখানে দ্রুত বিদ্যুৎ সংযোগ দিতে হবে। আর যেখানে বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব নয় সেখানে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করতে হবে।

এছাড়া সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত সকল বিদ্যালয়ের ক্ষয়ক্ষতির পরিমাণসহ দ্রুত তালিকা প্রণয়ন করা জন্য বলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক ঢাকা শহরের সকল প্রাথমিক বিদ্যালয়কে দৃষ্টিনন্দন করার নির্দেশ দিয়েছেন।

মন্ত্রী বলেন, যত প্রতিবন্ধকতাই আসুক সকলকে কাজ করে যেতে হবে এবং শিক্ষাকে এগিয়ে নিতে হবে। সভায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামানসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Show More

আরো সংবাদ...

Back to top button