রাজনীতি

সরকার আরও হিংস্র রূপ ধারণ করেছে : ফখরুল

ঢাকা,০৩ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের নির্মম ও স্বেচ্ছাচারী অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসী যখন প্রতিবাদী হয়ে উঠেছে তখন সরকার আরও হিংস্র রূপ ধারণ করেছে।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় অভিযোগ গঠনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার আলাল। আমি তার বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জ গঠনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে চার্জ প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।

Show More

আরো সংবাদ...

Back to top button