বিনোদন

বিয়ের ছবি, বাসরের ছবি বের হওয়ার পরও বলে আমি ভার্জিন: ফারিয়া

ঢাকা,০৪ অক্টোবর,(ডেইলি টাইমস ২৪):

বিয়ের ছবি, বাসরের ছবি, চুমু দিয়ে জড়িয়ে ধরার ছবি, কাবিনের ছবি বের হওয়ার পরও বলে আমি ভার্জিন। এমনকি নামও জরিনা থেকে হয়ে যায় জ্যাকলিন। বোরকা থেকে বিকিনি। আমারাই দেখি অনেক পিছিয়ে আছি। একটা বিয়ে করারও দুর্ভাগ্য হলো না। নাম বদলে ফেলা তো অনেক দূরের কথা।
মঙ্গলবার বিকেলে ফেসবুক দেয়া এক স্ট্যাটাসে এই মন্তব্য করেন মডেল ও অভিনেত্রী ফারিয়া শাহরিন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে জান্নাতুল নাঈম এভ্রিলের নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
তিনি আরো বলেন ‘যা দেখলাম গ্রামের মেয়ে গুলাই বেশি স্মার্ট। আগে দুই-তিনটা বিয়ে করে কী সুন্দর মুখের উপর বলে দেয় আমি বিয়ে করি নাই। কাবিন, ভিডিও, ছবি থাকার পরও একবার মনে হয় না, সব কিছু সবাই জেনে যাবে একদিন। জেনে যাওয়ার পরও দেখি খুব আত্মবিশ্বাস নিয়ে বলে আসে এসব মিথ্যা! অনেক হাসি পেল। অবশ্য এদের দোষ দিয়ে লাভ কী? আমাদের দেশের নায়িকারাই তো এদের আইডল।
Show More

আরো সংবাদ...

Back to top button